দু`আ-দুরূদ
শ্রেণীবিভাগ
দু`আ-দুরূদ
হেদায়াত লাভ এবং পথভ্রষ্টতা থেকে বাঁচার দু‘আ
Printer

اِهْدِنَا الصِّرَا طَ الْمُسْتَقِيْمَ صِرَا طَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ـ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

অর্থ: তুমি আমাদেরকে সরল পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ নয় যারা তোমার ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট। (সূরা ফাতেহা, আয়াত: ৫, ৬, ৭)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ

অর্থ: হে আমাদের প্রতিপালক! সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয় তুমি মহাদাতা। (সূরা আলে-ইমরান, আয়াত: ৮)