দু`আ-দুরূদ
শ্রেণীবিভাগ
দু`আ-দুরূদ
নেককার স্ত্রী ও সন্তান লাভের দু‘আ
Printer

رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا

অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী (নেককার ও পরহেজগার) বানাও এবং আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানাও। (সূরা আল-ফুরকান, আয়াত: ৭৪)

رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً اِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ

র্অথ: হে আমার প্রতিপালক! আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ বংশধর দান করো। নিশ্চয় তুমি আমার প্রার্থনা শ্রবণকারী। (সূরা আলে ইমরান, আয়াত: ৩৮)

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক! তুমি আমার দু‘আ কবুল করো। (সূরা ইবরাহীম, আয়াত: ৪০)

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নেক সন্তান দান করো। (সূরা সাফ্ফাত, আয়াত: ১০০)

  رَبِّ لَا تَذَرْنِيْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিশ। (সূরা আম্বিয়া, আয়াত: ৮৯)