যে কোনো দুরূদ শরীফ কমপক্ষে ১০ বার পড়া।
ফযীলত: হযরত আবু দারদা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপর ১০ বার করে দুরূদ শরীফ পড়বে সে কিয়ামতের দিন আমার শাফা‘আত লাভ করবে। (মাজমাউয যাওয়ায়েদ, ১০/১৬৩)
* অপর এক হাদীসে এসেছে, যে ব্যক্তি ১ বার দুরূদ পড়বে আল্লাহ তার উপর ১০ বার রহমত নাযিল করবেন, ১০টি গুনাহ ক্ষমা করবেন এবং ১০ টি মর্যাদা বৃদ্ধি করবেন। (নাসায়ী, সুনানে কুবরা, হাদীস: ৯৮৯০)
নমুনা স্বরূপ কয়েকটি দুরূদ শরীফ নিম্মে উল্লেখ করা হলোঃ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدِنِ النَّبِيِّ الْاُمِّيِّ وَعَلٰى اٰلِه وَسَلِّمْ تَسْلِيْمًا
অর্থ: হে আল্লাহ! তুমি উম্মি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত ও প্রভূত শান্তি বর্ষণ করো। (আল ক্বওলুল বাদী, পৃ: ৩৯৯)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
অর্থ: হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো এবং কিয়ামত দিবসে তাঁকে তোমার নিকটতম আসনে সমাসীন করো। (মুসনাদে আহমাদ, হাদীস: ৪১০৮, ত্ববারানী: ৪৩৫৪)
صَلَّى اللهُ عَلَى النَّبِىِّ الْاُمِّىِّ
অর্থ: আল্লাহ তা‘আলা উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন।