মালফুযাত
লেখক
শ্রেণীবিভাগ
সব
লিখন
অডিও
ইসলাম ও ঈমানের আরকান
মুফতী মনসূরুল হক সাহেব দা. বা.
Printer

হযরতওয়ালা বলেন, নামাযের যেমন আরকান আছে, নামাযের ফরজ। তেমনি ইসলাম এবং ঈমানের আরকান আছে। ইসলামের আরকান হলো কালেমা শাহাদাৎ পড়া অর্থাৎ ইসলাম অস্বীকারকারীদের নিকট গিয়ে ইসলামের সাক্ষী দেয়া। সাক্ষী দেয়ার আসল অর্থ হলো দাওয়াত। আমাদের মধ্যে ৯৯ ভাগ লোকই জানে না যে ইসলামের সাক্ষী দেয়ার মানে দাওয়াত। আর ঈমানের আরকান হলো সাত বিষয়ের উপর ঈমান আনা।