মাসাইল
লেখক
শ্রেণীবিভাগ
সব
লিখন
অডিও
কালিমায়ে তায়্যিবায় ‘ওয়াও’ না থাকা স্রষ্টা ও সৃষ্টির মাঝে পার্থক্য
Printer
প্রশ্ন:

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মধ্যে আল্লাহ এবং রাসূল অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে ‘ওয়াও’ শব্দ ব্যবহার না করার কারণে উভয়ের মধ্যে কোন পার্থক্য মনে হয় না। এ ব্যপারে বিস্তারিত জানতে ইচ্ছুক।

উত্তর:

প্রত্যেক ভাষারই কিছু না কিছু বিশেষত্ব থাকে। বাংলা ভাষার সঙ্গে সে সবের মিল থাকা জরুরী নয়। আর আরবী ভাষায় বিশেষত্বের মধ্যে এটাও একটা যে, বাক্যে কখনো কখনো দু’একটা শব্দ উহ্য থাকে। তখন ভাষান্তর করার সময় তা প্রকাশ করে তরজমা করতে হয়। নতুবা বাক্যের ভাব পূর্ণ হয় না। প্রশ্নোল্লেখিত কালিমায়ে তায়্যিবার ব্যাপারটিও এমন।

অতএব, কালিমা তাইয়্যিবার মাঝে ‘ওয়াও’ শব্দ ব্যবহার করা হলো না কেন? এতে স্রষ্টা ও সৃষ্টির মাঝে পার্থক্য রইল না- এ ধরনের কোন প্রশ্নের অবকাশ রইল না। ভন্ড ও বিদ’আতীদের আলাপে বিভ্রান্ত হবেন না।

লেখক/বক্তা: