সংবাদ
সংবাদ
দাওয়াতুল হকের মাহফিল
১৫ জানুয়ারী, ২০২৫
Printer
জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার দাওয়াতুল হকের মাহফিলের সময়সূচী

জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার ‍উদ্যোগে ইংরেজী তারিখ অনুযায়ী প্রতি মাসের ৩য় শুক্রবার ইমাম সম্মেলন (আইম্যায়ে মাসাজিদ) অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিল জামি‘আতুল আবরার মসজিদ, স্বপ্নধারা হাউজিং, বসিলাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন মসজিদ থেকে উলামায়ে কেরাম অংশ গ্রহণ করে থাকেন। বিশেষ করে মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, মুআজ্জিন সাহেবগণ উপস্থিত থাকেন। এছাড়াও সাধারণ দীন দরদী ভাইয়েরাও উপস্থিত হয়ে থাকেন। এই মাহফিলের মূল উদ্যেশ্য হলো, মুসলমানের প্রতিটি কাজ যেন সুন্নত অনুযায়ী হয়ে যায় যেমন, আযান-ইকামাত, নামায সহ বিবাহ-শাদি, কবর দেয়া, কাফন-দাফন ইত্যাদি।

জামি‘আ রাহমানিয়া মাদরাসার আগামী দাওয়াতুল হকের মাহফিল অনুষ্ঠিত হবে, ১৬ই রজব ১৪৪৬ হিজরী, ১৭ই জানুয়ারী, ২০২৫ ঈসা‘য়ী, শুক্রবার ইনশাআল্লাহ।

সাধারণত ফজর নামাযের পরপরই মাহফিলের কার্যক্রম শুরু হয়ে থাকে।

আমরা সকলে উক্ত মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করি এবং অন্য ভাইকেও দাওয়াত দেই।

আল্লাহ তা‘আলা আমাদের সকলকে কবুল করেন, আমীন।