বিশেষ বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক সাহেব দামাত বারকাতুহুম প্রতি জুমু‘আতে দীনের অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বয়ান করে থাকেন যা পৃথিবীর অনেক উলামায়েকেরামের তথা খতীব সাহেবেদের জুমু‘আর বয়ানের খোরাক। তারা আমাদের এ্যাপের মাধ্যমে হযরতওয়ালার বয়ান থেকে যে ইলম হাসিল করেন তা সাধারণ জনগণের নিকট পৌঁছে থাকেন। এছাড়াও সারা দুনিয়ার লক্ষ লক্ষ মুসলমান দীন দরদী ভাই ও বোনেরা উক্ত জুমু‘আর বয়ান থেকে দীন শিক্ষা করে থাকেন।
প্রতি শনিবার খানকায়ে আবরারিয়াতে হযরতওয়ালা ইসলাহী বয়ান করে থাকেন। উক্ত বয়ানটিও প্রত্যেক মুসলমানের নিকট অনেক গুরুত্ব রাখে। কিন্তু আমরা যাঁচাই করে দেখেছি, এক দিনের ব্যবধানে দু’টি বয়ান আপলোড করার কারণে অনেকেই জুমু‘আর বয়ানের ফায়দা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাই হযরতওয়ালার নির্দেশ মতো আমরা খানকায়ে আবরিয়ার শনিবারের বয়ানটি মঙ্গলবার আপলোড করবো ইনশাআল্লাহ যেন দু‘টি বয়ানের ব্যবধান ৩/৪ দিন হয়। ফলে আমরা উভয় বয়ান থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারবো, ইনশাআল্লাহ।
দীনী ফায়দার কথা বিবেচনা করে সকলকে সবর করার বিশেষ অনুরোধ রইলো।
জাযাকাল্লাহু খইর।