মাদরাসা
মাদরাসা
জামি‘আতুল আবরার রাহমানিয়া মাদরাসা
পরিচিতি
Printer

বিসমিহী তা‘আলা

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ব্যস্ততম এলাকা মুহাম্মাদপুরের ঐতিহাসিক সাত মসজিদকে পাশ কাটিয়ে বসিলা রোডের পাশেই সুবিশাল এলাকা জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে “জামি‘আতুল আবরার রাহমানিয়া মাদরাসা”। শতাব্দির মুজাদ্দিদ, মুসলিহুল উলামা হযরত সৈয়দ শাহ আবরারুল হক রহ. এর অন্যতম বিশিষ্ঠ ২জন খলিফা শাইখুল হাদীস ও জামি‘আর প্রধান মুফতী, মুফতী মনসূরুল হক সাহেব দা. বা. এবং এই উপমহাদেশের যুগ শ্রেষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব রহ. এর সুযোগ্য সন্তান হযরত মাওলানা হিফযুর রহমান সাহেব দা.বা.- দীন প্রতিষ্ঠায় নিজের জান দিতে প্রস্তুত এমন সাথীদের নিয়ে ঐকান্তিক প্রচেষ্টায় “জামি‘আতুল আবরার রাহমানিয়া মাদরাসা” প্রতিষ্ঠা করেন।

দুষ্ট লোকের ষড়যন্ত্রে জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় যে বিশৃঙ্খলা তৈরী হয়েছিল তখন ষড়যন্ত্রকারীরা তা দেখে খুশী ছিল। কিন্তু আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন,

وَ قُلۡ جَآءَ الۡحَقُّ وَ زَهَقَ الۡبَاطِلُ ؕ اِنَّ الۡبَاطِلَ کَانَ زَهُوۡقًا ﴿۸۱﴾

জামি‘আতুল আবরার মাদরাসা প্রতিষ্ঠা হওয়া কেমন যেন এই আয়াতের উদাহরণ। আল্লাহ হককে শুধু বিজয়-ই দেন নি বরং এর প্রচার প্রসার আরো দীর্ঘায়িত করেছেন এই জামি‘আতুল আবরার মাদরাসার মাধ্যমে।

এখন পর্যন্ত দশ তালা (এল শেফট এর) ভবন বিশিষ্ট মাদরাসা ঢাকার বুকে এই একটিই রয়েছে। সাথে আছে পাঁচ তলা মসজিদ। মসজিদটি শতাব্দির মুজাদ্দিদ, মুসলিহুল উলামা হযরত সৈয়দ শাহ আবরারুল হক রহ. এর নামকরণে করা হয়েছে, মসজিদুল আবরার।

এটি জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার একটি শাখা মাদরাসা।