মাদরাসা
মাদরাসা
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া
জামি‘আর উন্নতির ধাপ
Printer

১৯৮০ সনে আল্লামা মাহমূদুল হাসান সাহেব জামি‘আর ইহতিমামের দায়িত্ব পূর্ণভাবে গ্রহণ করেন। তিনি দায়িত্ব হাতে নেয়ার পর থেকে জামি‘আর চিত্র বদলাতে থাকে। সকল দিক থেকে হতে থাকে জামি‘আর উন্নতি। সমৃদ্ধ হতে থাকে জামি‘আর প্রতিটি শাখা। অল্পদিনেই তার সুদক্ষ, নিপুণ পরিচালনায় জামিয়া হয়ে ওঠে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান।

১৯৮৩ সনে দারুল হাদিসের ছাত্র ছিলো মাত্র ৬ জন, সে জামি‘আয় বর্তমানে দারুল হাদীসে অধ্যয়ন করছেন প্রায় দুই হাজার তালিবুল ইলম, যা বিশ্বে হাদিসের দ্বিতীয় বৃহত্তম দরসগাহ। এই জামি‘আকে তিলে তিলে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। জামি‘আর দালানগুলো নির্মাণের সময় নিজ হাতে কাজ করেছেন, সাথে ছিলেন তার প্রিয়  শাগরেদরা। টাকার অভাবে জামি‘আর বাজার-খর্চা রিকশায় করে নয়, নিজের কাঁধে বোঝাই করে আনতেন।