মাদরাসা
মাদরাসা
দারুল উলুম দেওবন্দ
প্রতিষ্ঠাতা
Printer

১৯২৮ সালে মাসিক আল কাসিমে ছাপানো দারুল উলুম দেওবন্দের নকশা। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতারা আকাবিরে সিত্তাহ নামে পরিচিত। আকাবিরে সিত্তাহ (আরবি: ﺃﻛﺎﺑﺮ السته‎‎) শব্দটি দুটি আরবি শব্দ নিয়ে গঠিত। আকাবির ও সিত্তাহ। আকবার শব্দের বহুবচন আকাবির। এর অর্থ বড় ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তি। আর সিত্তাহ শব্দের অর্থ ছয়। সুতরাং আকাবিরে সিত্তাহ’র শাব্দিক অর্থ ছয়জন সম্মানিত ব্যক্তি। পারিভাষিক অর্থে আকাবিরে সিত্তাহ বলতে দেওবন্দ আন্দোলন তথা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছয়জন ব্যক্তিকে বোঝায়। ছয় মনীষীর নামঃ 

হযরত মাওলানা কাসেম নানুতুবী রহ. জন্ম ১৮৩২ মৃত্যু ১৮৮০।

হযরত মাওলানা ইয়াকুব নানুতুবী রহ. জন্ম ১৮৩৩ মৃত্যু ১৮৮৪।

হযরত মাওলানা আবেদ রহ. জন্ম ১৮৩৪ মৃত্যু ১৯১২।

হযরত মাওলানা রফি ‍উদ্দীন রহ. জন্ম ১৮৩৬ মৃত্যু ১৮৯০।

হযরত মাওলানা যুলফিকার আলী রহ. জন্ম ১৮১৯ মৃত্যু ১৯০৪।

হযরত মাওলানা ফজলুর রহমান রহ. জন্ম ১৮২৯ মৃত্যু ১৯০৭।