মাদরাসা
ইতিহাসের প্রথম মাদরাসা
দারুল আরকামের কার্যক্রম
দারুল আরকামে একই সাথে দীনী তালীম অর্থাৎ আদব-আখলাকের তালীম, ঈমানের দাওয়াত, কুরআনের শিক্ষা প্রদান করা হতো। নবুয়তের প্রথমদিকে বিশেষত মক্কি জীবনে ইসলামের বুনিয়াদি জ্ঞান ও ইবাদতের নিয়মকানুন শিক্ষা গ্রহণই পাঠ্যভুক্ত ছিল। এ সময়কার পাঠ্যসূচিতে পবিত্র কুরআনকেই প্রধান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তা ছাড়া কিছুসংখ্যক সাহাবিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম পবিত্র কুরআনের লিপিকার হিসেবে দায়িত্ব দেয়ার জন্য তাদের হস্তলিপি বিশারদ হিসেবে গড়ে তুলেছিলেন। হজরত উমর রা.-এর ইসলাম গ্রহণকালে তার বোন ফাতেমার রা. কাছে সূরা ত্ব-হার লিখিত হস্তলিপি পাওয়া গিয়েছিল।