মাদরাসা
মাদরাসা
ইতিহাসের প্রথম মাদরাসা
দারুল আরকামে ইসলাম গ্রহণ
Printer

নতুন ইসলাম গ্রহণকারীদের আল-আরকামের গৃহে আনা হতো। প্রচারের ষষ্ঠ বছরে (৬১৫-৬১৬ খ্রিষ্টাব্দ) দুজন ক্ষমতাশালী কুরাইশ মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম এর চাচা হামজা ইবনে আবদুল মুত্তালিব এবং উমর ইবনুল খাত্তাব এই মাদরাসায় এসে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। উমর রা. এর ইসলাম গ্রহণে মুসলমানের সংখ্যা ৪০ উত্তীর্ণ হয়। এ দলটি সারাবিশ্বে ইসলাম প্রসারের উদ্যোগ নেয়। এছাড়া শুহাইব ইবনে সিনান রুমি, আম্মার ইবনে ইয়াসির সহ বহু সাহাবী এই মাদরাসায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন।