জ্ঞানার্জনের জন্য ইসলামের প্রাথমিক যুগে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কোন মাদরাসা ছিল না। ইসলামের আদি শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদ। এক রেওয়াতে আছে আদম আ. দুনিয়াতে এসে বাইতুল্লাহ বা পবিত্র কাবাঘর নির্মাণ করেন। এটিই মানব জাতির প্রথম শিক্ষা প্রতিষ্ঠান।
আখেরী নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম ইসলাম প্রচারের সূচনা থেকেই মানব জাতির মহান শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি ইসলাম শিক্ষার নিয়মনীতি প্রবর্তন করেন। তিনি নবুওয়্যাত লাভের পর কাবাকে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেন। তবে তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। পরে তিনি মক্কা নগরীর সাফা পাহাড়ের পাদদেশে আরকাম বিন আবুল আরকামের বাড়িতে ‘দারুল আরকাম’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ইতিহাসের প্রথম মাদরাসা মক্কা নগরীর আরকাম ইবনে আবিল আরকাম (রা.)-এর বাড়ি দারে আরকামে প্রতিষ্ঠিত হয়।