মাদরাসা
মাদরাসা
ইতিহাসের প্রথম মাদরাসা
দারুল আরকামের ভারপ্রাপ্ত উস্তাদ
Printer

মদিনায় হিজরতের আগে আকাবার শপথের মাধ্যমে যারা ইসলামে দীক্ষিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের প্রশিক্ষিত করতে তিনি হজরত মুসআব ইবনে উমাইর রা.-কে মদিনায় পাঠান। মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লামের হিজরতের সময় দারুল আরকামে শিক্ষাদানের জন্য হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা. ও মুসআব ইবনে উমাইর রা. এর ওপর দায়িত্ব অর্পণ করা হয়। হিজরতের পর মক্কায় অবশিষ্ট মুসলমানদের মধ্যে দারুল আরকামের মাধ্যমেই দাওয়াতে ইসলামের কর্মকাণ্ড জারি রাখা হয়।