মাদরাসা
ইতিহাসের প্রথম মাদরাসা
দারুল আরকামের ভারপ্রাপ্ত উস্তাদ
মদিনায় হিজরতের আগে আকাবার শপথের মাধ্যমে যারা ইসলামে দীক্ষিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের প্রশিক্ষিত করতে তিনি হজরত মুসআব ইবনে উমাইর রা.-কে মদিনায় পাঠান। মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লামের হিজরতের সময় দারুল আরকামে শিক্ষাদানের জন্য হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা. ও মুসআব ইবনে উমাইর রা. এর ওপর দায়িত্ব অর্পণ করা হয়। হিজরতের পর মক্কায় অবশিষ্ট মুসলমানদের মধ্যে দারুল আরকামের মাধ্যমেই দাওয়াতে ইসলামের কর্মকাণ্ড জারি রাখা হয়।